আল্লাহ্ মানুষকে সর্বোত্তম করিয়া সৃষ্টি করিয়াছেন (৯৫ঃ৫) যাহাতে সে নিজের মধ্যে ঐশী গুণাবলীর বিকাশ ও প্রকাশ ঘটাইতে পারে। অতএব কাফের যদি কুরআনের শিক্ষা হইতে ফায়দা উঠাইতে অস্বীকার করে, তাহা হইলে আল্লাহ্ তাহাদের স্থলে অন্য জাতিকে নিয়া আসিবেন যাহারা ইহা হইতে ফায়দা উঠাইবে।