৩১৯৯

আল্লাহ্‌র প্রেমে বিভোর পথিক যখন ‘কাফূর’ অবস্থায় থাকিয়া আধ্যাত্মিক ভ্রমণে ব্যস্ত থাকে, সেই অবস্থায় বলা হইয়াছে, সে নিজেই আল্লাহ্‌র প্রেমের শরাব খুঁজিয়া বেড়ায় (আয়াত-৬) ‘যানজাবীল’ স্তরে অন্যেরা তাহাকে খেদমত করে ও জীবন-দায়িনী শরবত পান করায় (আয়াত ১৮)। শেষ স্তরে অর্থাৎ ‘সালসাবীল’ স্তরে, আল্লাহ্‌ স্বয়ং তাহাকে চিরস্থায়ী জীবনের অমোঘ সুরা পান করিতে দেন (আয়াত ১৯)। এই তিন প্রকারের শরবত একটার পর একটা, উন্নততর দেখা যায়। ইহা তাৎপর্যপূর্ণ। ‘কর্পূর’ শীতলকারী, আদা উত্তাপ সৃষ্টিকারী এবং ‘সালসাবীল’ গন্তব্যের দিকে স্বাভাবিক গতি দানকারী। কর্পূর-মিশ্রিত শরবত উগ্র কামনা-বাসনাকে শীতল (দমন) করে, আদা-মিশ্রিত শরবত ধর্মপরায়ণতাকে উত্তপ্ত করিয়া ইহাকে গতিময় করিয়া তোলে এবং সালসাবীলের পানি ধার্মিককে আধ্যাত্মিক গন্তব্যের দিকে স্বাভাবিক গতিতে চালাইয়া নেয়, পদস্খলিত হইতে দেয় না।