‘কাফূর’ শব্দটি ‘কাফারা’ হইতে উৎপন্ন হইয়াছে, যাহার অর্থ আর্ত করা বা দমাইয়া রাখা। তাৎপর্য ইহাই যে, কর্পূর-মিশ্রিত সরবত পান দ্বারা জৈবিক ইন্দ্রিয়াসক্তির উগ্রতা হ্রাস পাইবে। ধর্মপরায়ণ মো’মেনগণের হৃদয় পাপ-পঙ্কিল চিন্তা হইতে পবিত্র ও মুক্ত হইবে এবং গভীর ঐশী জ্ঞানের শীতলতা দ্বারা তাহারা প্রশান্তি লাভ করিবে।