মানুষের প্রত্যেকটি কাজই আল্লাহ্র একটি অনুরূপ কাজকে ডাকিয়া আনে। অবিশ্বাসীদের সংসারাসক্তি পরজগতে শিকলের রূপ ধারণ করিবে, কেবল ইহলোকের চিন্তায় নিমগ্ন থাকিয়া জীবন কাটাইয়া দেওয়া পরলোকে লোহার গলা-বন্ধনীর রূপ নিবে এবং লোভ-লালসা এবং কামনা-বাসনা দোযখাগ্নির রূপ লাভ করিবে ইত্যাদি। ৩১১৬ টীকা দেখুন।