৩১৮৯

সেই প্রভু যিনি মানুষকে নগণ্য বস্তু হইতে এত বড় ক্ষমতাবান ও গুণসম্পন্ন করিয়াছেন, মৃত্যুর পরে যখন তাহার হাড়গোড় গুড়া গুড়া হইয়া মাটিতে মিশিয়া যায়, তখনও তিনি তাহাকে নব জীবন দানের ক্ষমতা রাখেন, যাহাতে সে সীমাহীন আধ্যাত্মিক উন্নতি করিতে পারে।