সেই প্রভু যিনি মানুষকে নগণ্য বস্তু হইতে এত বড় ক্ষমতাবান ও গুণসম্পন্ন করিয়াছেন, মৃত্যুর পরে যখন তাহার হাড়গোড় গুড়া গুড়া হইয়া মাটিতে মিশিয়া যায়, তখনও তিনি তাহাকে নব জীবন দানের ক্ষমতা রাখেন, যাহাতে সে সীমাহীন আধ্যাত্মিক উন্নতি করিতে পারে।
সেই প্রভু যিনি মানুষকে নগণ্য বস্তু হইতে এত বড় ক্ষমতাবান ও গুণসম্পন্ন করিয়াছেন, মৃত্যুর পরে যখন তাহার হাড়গোড় গুড়া গুড়া হইয়া মাটিতে মিশিয়া যায়, তখনও তিনি তাহাকে নব জীবন দানের ক্ষমতা রাখেন, যাহাতে সে সীমাহীন আধ্যাত্মিক উন্নতি করিতে পারে।