৩১৮৭

কাফের-অহঙ্কারী বিদ্রোহী ব্যক্তির প্রতি ‘অভিসম্পাত’ বার বার উচ্চারণ করার তাৎপর্য হইলঃ তাহার শারীরিক কষ্ট ও মানসিক যন্ত্রণার প্রতি দৃষ্টি আকর্ষণ করা অথবা তাহার ইহলৌকিক শাস্তি ও পারলৌকিক শাস্তির প্রতি দৃষ্টি আকর্ষণ করা। অথবা উক্ত যন্ত্রণা ও শাস্তির গভীরতা, ব্যাপ্তী ও আতিশয্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করা।