৩১৮২

ধর্মপরায়ণ ও সৎকর্মশীল মো’মেনগণ তাহাদের সৎকর্মের পুরস্কার পাইবার আশায়, আল্লাহ্‌র দিকে তাকাইবে অথবা তাহাদিগকে বিশেষ আধ্যাত্মিক চক্ষু দেওয়া হইবে যদ্বারা তাহারা আল্লাহ্‌কে দেখিতে পাইবে। আল্লাহ্‌তা’লার দীদার (দর্শন লাভ) দুনিয়ার বেড়াজাল হইতে মুক্ত মানবাত্মার উপর এক বিশেষ ঐশী জ্যোতিঃ স্বরূপ বিকশিত হইবে।