‘কুরসী’ অর্থ আসন, দেয়ালের নীচের দিকের পুরু অংশ, জ্ঞান, কর্তৃত্ব ও শক্তি (আকরাব), বহুবচন ‘কারাসী’ অর্থ জ্ঞানী লোক। আয়াতটি আল্লাহ্তা’লার তৌহীদকে (একত্বকে) ও তাঁহার বড় বড় গুণাবলীকে, অতি মাধুর্যের সাথে ও সুন্দরতর ভাষায় প্রকাশ করিয়াছে। মহানবী (সাঃ) বলিয়াছেন, “আয়াতুল কুরসী কুরআন শরীফের মধ্যে মহোত্তম আয়াত” (মুসলিম)।