৩১৬২

আয়াতটির অর্থঃ- যখন আল্লাহ্‌র প্রেরিত সংস্কারক তথা আল্লাহ্‌র শিঙ্গা, যাহা দ্বারা তিনি মানবকে নিজের দিকে আহবান করেন— আগমন করেন, অথবা মানবের প্রতি মহানবী (সাঃ)-এর উদাত্ত আহ্বানকেও এখানে শিঙ্গা বুঝাইতে পারে।