৩১৬০

‘সিয়াব’ অর্থ পোষাক-পরিচ্ছদ, কোন ব্যক্তির পোষ্যগণ বা অনুসারীগণ, পরিধানকারী দেহ বা পরিধানকারী স্বয়ং (লেইন ও ষ্টীনগ্যাস)। মহানবী (সাঃ)-কে নির্দেশ দেওয়া হইতেছে, তাহার সুমহান গুরুত্বপূর্ণ কাজে অবতীর্ণ হইবার পূর্বে, একদল পূত-পবিত্র, পুণ্যচেতা অনুসারী তৈরী করা প্রয়োজন। আয়াতটির ইহাও অর্থ হইতে পারে যে, নবী করীম (সাঃ)-কে স্বয়ং পুণ্যের প্রতীক হইতে হইবে, ধর্মপরায়ণতা ও পবিত্র আচরণের উজ্জ্বলতম দৃষ্টান্ত স্থাপন করিতে হইবে।