৩১৫১

‘গুরু-ভার কালাম’ দ্বারা কুরআনের মহান ও বৈপ্লবিক শিক্ষাকে বুঝাইয়াছে। কেননা, ইহা এতই ভারী ও গুরুত্ববহ যে, ইহার পরিবর্তন বা স্থানান্তর সম্ভব নহে। কুরআনের একটি শব্দ বা অক্ষর সংশোধিত বা পরিবর্তিত হইবার নহে। বিভিন্ন স্থলে বর্ণিত একটি হাদীসে আছে, যখনই মহানবী (সাঃ)-এর নিকট ‘ওহী’ আসিত, তখনই তিনি ভীষণ বিহ্বল অবস্থা প্রাপ্ত হইতেন, তিনি এমনই এক অস্বাভাবিক অনুভূতি-গ্রস্ত হইতেন যে, অতিরিক্ত শীতের দিনেও বড় বড় ঘর্মবিন্দু তাহার কপাল বাহিয়া পড়িত এবং তিনি নিজের শরীরকে বোঝার মত অনুভব করিতেন (বুখারী)। কুরআনের ঐশী-বাণী গুরু-ভারাক্রান্ত হওয়ার কারণেই নবী করীম (সাঃ)-এর ইন্দ্রিয়সমূহে ইহার প্রকোপ ও প্রভাব এইভাবে দেখা দিত।