পূর্ববর্তী আয়াতগুলিতে ঘোষণা করা হইয়াছে যে, রসূলে পাক (সাঃ)-এর আগমনে ইহা স্পষ্ট হইয়া গিয়াছে, আল্লাহ্র একত্বকে প্রতিষ্ঠা করাই আল্লাহ্তা’লার আসল পরিকল্পনা। আলোচ্য আয়াতে বলা হইয়াছে, এখন হইতে মসজিদগুলিই হইবে কেন্দ্র যেখান হইতে সত্যের আলোক-বর্তিকা নির্গত হইয়া সারা বিশ্বকে ছাইয়া ফেলিবে।