৩১৪১

‘আকাশকে স্পর্শ করিতে চেষ্টা করা’ বাক্যাংশটির অর্থ হইল ‘অজানার রহস্যকে উদঘাটিত করার চেষ্টা করা’। যখন আল্লাহ্ কর্তৃক প্রেরিত সংস্কারক নবী-রসূলের আগমন-কাল উপস্থিত হয়, তখন অস্বাভাবিকভাবে তারকা-পতন ঘটিয়া থাকে। এই অস্বাভাবিক প্রাকৃতিক দৃশ্যের অবতারণার কথাই এখানে বলা হইয়াছে বলিয়া মনে হয়।