যেহেতু আরবীতে ‘রিজাল’ শব্দটি মানবজাতি ছাড়া অন্য কাহারও জন্য ব্যবহৃত হয় না, সেইহেতু এই সূরাতে ও সুরা ‘আহ্কাফে’ বর্ণিত ‘জিন্ন্দের একটি দল’ বলিতে মানুষেরই একটি দলকে বুঝাইয়াছে, মানব-বহির্ভূত কোন সৃষ্ট জীবকে বুঝায় নাই। আরবী ‘জিন্ন’ শব্দটি এখানে প্রভাবশালী বড়লোকদের জন্য এবং ‘ইনস’ শব্দটি বিত্তহীন সাধারণ লোকদের জন্য ব্যবহৃত হইয়াছে যাহারা প্রভাব-প্রতিপত্তিশালী বড়লোকদের অনুসরণ করিয়া থাকে। শেষোক্ত শ্রেণীর লোকেরা (ইন্স), প্রথমোক্ত শ্রেণীর লোকদের আশ্রয় নেয় ও অনুগামী হয় বলিয়া, প্রথমোক্ত শ্রেণীর অহঙ্কার ও ঔদ্ধত্যকে বাড়াইয়া দেয়।