৩১১০

সারা আরবদেশ, এক প্রান্ত হইতে অপর প্রান্ত পর্যন্ত প্রকম্পিত হইয়াছিল; ইসলামের এই বিজয়ের ধাক্কা আরববাসী বড়-ছোট সকলকে সজোরে নাড়া দিয়াছিল। তাহাদের জীবন যাপন পদ্ধতিতে এত বিরাট ও বৈপ্লবিক পরিবর্তন সাধন করিয়াছিল যে, তাহা মানবেতিহাসে বিরল। এখানে ’আল্ জিবাল’ বলিতে আরব নেতৃবৃন্দ এবং ‘আল-আরয’ বলিতে সাধারণ আরববাসীকে বুঝাইয়াছে।