৩১০৯

মহানবী (সাঃ)-এর মক্কা-অভিযান এতই দ্রুত ও আকস্মিক ছিল যে, মক্কাবাসীরা একেবারে বিস্মিত ও হতচকিত হইয়া গিয়াছিল। ইহা ছিল তাহাদের উপরে বিনা মেঘে বজ্রাঘাতের মত। আয়াতটি সমভাবে ‘কিয়ামত-দিবসের’ প্রতিও প্রযোজ্য, যেদিন শিংগা ফোকার সাথে সাথে ধার্মিক-অধার্মিক নির্বিশেষে, বিচারাসনের সামনে নিজ নিজ কাজের হিসাব দানের জন্য, সকলেই দণ্ডায়মান হইবে।