৩১

মোনাফেকরা মনে করিয়াছিল, মুসলমানগণ কতই বোকা, তাহারা অনর্থক এত দুঃখকষ্ট বরণ করিতেছে, জীবন বিসর্জন দিতেছে, সহায়-সম্পদ বিলাইয়া দিতেছে। মোনাফেকরা ভাবিতেছিল, মুসলমানদের এই আত্ম-ত্যাগ সবই বিফলে যাইবে। কিন্তু এই আয়াত বলিতেছে, আসলে তো বোকা ঐ মোনাফেকরাই, কেননা ইসলাম উন্নতি ও প্রগতির পথে অগ্রসর হইতে থাকিবে, ইহার গতিরোধ করা কাহারও পক্ষে সম্ভব নহে।