৩০৯৮

‘বাগানের’ মালিকেরা অন্যের পরিশ্রমের ফল নিজেরাই খাইয়া মোটা-তাজা হইল, অন্যদের প্রাপ্য ন্যায্য অংশ তাহাদিগকে দিল না। তাহারা তাহাদের পরিশ্রমের ফল লাভের ব্যাপারে এবং বাগানের ফসল-প্রাপ্তির ব্যাপারে এতই নিশ্চিত ছিল যে, তাহারা কোন অঘটনের কথা চিন্তাও করিতে পারে নাই। এমনকি, আল্লাহ্‌কে পর্যন্ত একেবারে বিস্মৃত হইয়া গিয়াছিল। ‘আল্লাহ্ যদি চাহেন’ এতটুকু বলিয়া আল্লাহ্‌র কাছ হইতে নিরাপত্তা যাচ্‌ঞা করার সৌভাগ্যও তাহাদের কপালে জুটল না।