৩০৯৭

এখানে হীনমন্য, লোভী ও আত্ম-সর্বস্ব অবিশ্বাসীগণকে ঐসব বাগানের মালিকের সহিত উপমা দেওয়া হইয়াছে, যাহারা বাগানের পরিচর্যাকারীদিগকে ফলের ন্যায্য অংশ হইতে বঞ্চিত করিয়া প্রবঞ্চকের মত সমস্ত ফল নিজেরাই খাইয়া ফেলে।