৩০৯১

কাফের শত্রুগণের দ্বারা রসূলে করীম (সাঃ)-কে পাগল আখ্যায়িত করার বিরুদ্ধে এই আয়াত অত্যন্ত সোচ্চার কণ্ঠে ঘোষণা করিতেছে যে, তিনি পাগল তো নহেন, বরং তাঁহার মত উচ্চ গুণসম্পন্ন মহা পুণ্যবান চরিত্রের লোক পৃথিবীতে কদাচ জন্মায়। যে সকল পূত-পবিত্র ও নৈতিক গুণাবলীর উৎকৃষ্টতম প্রকাশ ও সমাবেশ একজন মহামানবকে আল্লাহ্‌র প্রতিচ্ছবিতে পরিণত করে, উহার সবটাই মহানবী (সাঃ)-এর মধ্যে সন্নিবিষ্ট ছিল। মানবের নৈতিক গুণাবলীর উচ্চতম স্তরে অধিষ্ঠিত হইয়া, তিনি সর্বপ্রকার সৎগুণাবলীর প্রতিভূ ও প্রতীকে পরিণত হইয়াছিলেন। একবার আয়েশা (রাঃ)-কে রসূলুল্লাহ (সাঃ)-এর চরিত্র বর্ণনা করিতে অনুরোধ করা হইলে, সেই মহিয়সী মহিলা উত্তরে বলিয়াছিলেন, ‘উৎকৃষ্টতম নৈতিক গুণাবলী যেগুলি আল্লাহ্‌তা’লার সত্য বান্দার বিশেষ চিহ্ন বলিয়া কুরআনে বর্ণিত হইয়াছে, ইহাদের সবগুলিই মহানবী (সাঃ)-এর মধ্যে ছিল’ (বুখারী)।