অন্য একটি অনুগ্রহ যাহা আল্লাহ্তা’লা বনী ইসরাঈলীদের প্রতি করিয়াছিলেন, তাহা এই আয়াতে ‘বংশধরগণ যাহা ছাড়িয়া দিয়াছে’ বলিয়া উল্লেখিত হইয়াছে। মূসা ও হারূনের (আঃ) বংশের মধ্যে যে গুণাবলী বিকশিত হইয়াছিল, সেই মহাগুণগুলিও আল্লাহ্তা’লা তাহাদের হৃদয়ে প্রস্ফুটিত করিয়াছিলেন। মূসা ও হারূনের (আঃ) বংশ, উত্তরাধিকার রূপে কোন পার্থিব ধন-সম্পদ রাখিয়া যান নাই, তাহারা নিজেদের সন্তান-সন্ততির মধ্যে মন-মস্তিষ্কের উচ্চ নৈতিকগুণাবলীর উত্তরাধিকার রাখিয়া গিয়াছিলেন যাহা আল্লাহ্র অনুগ্রহে বনী ইসরাঈলীরা পরে প্রাপ্ত হইয়াছিল।