যেহেতু, কুরআনে শাস্তির আগমনকে ‘আকাশ হইতে অবতরণ’ বলিয়া বর্ণিত হইয়াছে, সেই কারণেই এই আয়াতে এবং পরবর্তী আয়াতে আল্লাহ্কেও আকাশে অবস্থানকারীরূপে বর্ণিত হইয়াছে। অন্যথায়, আল্লাহ্তো এখানে, সেখানে, সবখানে ও সর্বত্র বিরাজিত।
যেহেতু, কুরআনে শাস্তির আগমনকে ‘আকাশ হইতে অবতরণ’ বলিয়া বর্ণিত হইয়াছে, সেই কারণেই এই আয়াতে এবং পরবর্তী আয়াতে আল্লাহ্কেও আকাশে অবস্থানকারীরূপে বর্ণিত হইয়াছে। অন্যথায়, আল্লাহ্তো এখানে, সেখানে, সবখানে ও সর্বত্র বিরাজিত।