৩০৭৬

মো’মেনগণ বেহেশ্‌তে পৌঁছার পরে মাগফেরাত কামনা করিবে অর্থাৎ তাহাদের কমতি ও দোষ-ক্রুটি ঢাকিয়া রাখিবার জন্য আল্লাহ্‌র কাছে দোয়া করিবে (মাগফেরাত মানে ঢাকিয়া রাখা—লেইন)। তাহারা অবিরত আল্লাহ্‌র কাছে দোয়া করিতে থাকিবে, অধিকতর পূর্ণতা ও ঐশী জ্যোতিঃ লাভের জন্য। তাহারা আধ্যাত্মিক উন্নতি ও অগ্রগতির উচ্চ হইতে উচ্চতর মোকাম পাড়ি দিতে থাকিবেন। প্রত্যেক উচ্চতার পর আরো উচ্চতা দৃষ্ট হইতে থাকিবে। পূর্বতন অতিক্রান্ত উচ্চতাকে পরবর্তী উচ্চতার তুলনায় ত্রুটিপূর্ণ মনে হইবে এবং ত্রুটিপূর্ণতাকে ঢাকিয়া ফেলার জন্য বেহেশ্‌তীগণ আল্লাহ্‌র কাছে প্রার্থনা করিতে থাকিবেন। যাহাতে ত্রুটিহীন উর্দ্ধস্তর লাভ সম্ভব হয়। ‘ইসতেগফার’ এর আসল তাৎপর্য ইহাই। অবশ্য ইহার শাব্দিক অর্থ “ত্রুটি-বিচ্যুতি ও পাপমুক্তির জন্য ক্ষমা প্রার্থনা করা”।