৩০৭২

স্বীয় স্ত্রীগণের সাংসারিক সুখ-সাচ্ছন্দ্যের অভিলাষ ও দাবীর কথা মহানবী (সাঃ)-কে এতই মর্মপীড়া দিয়াছিল যে, তিনি নিজের অসন্তুষ্টি প্রকাশের জন্য প্রতিজ্ঞা করিলেন যে, একমাসের জন্য তিনি তাহাদের কাছেও ঘেষবেন না। আলোচ্য আয়াতে বলা হইয়াছে যে, কোন আইন-সঙ্গত হালাল বস্তু ব্যবহার না করার প্রতিজ্ঞার কারণে অবৈধ হইয়া যাইতে পারে না। এইরূপ অবস্থার উদ্ভব হইলে প্রতিজ্ঞা ভঙ্গের কাফ্‌ফারা দান করিয়া ব্যবহার্য বস্তু ব্যবহার করাই উচিত।