৩০৬২

আল্লাহ্‌তা’লার সৃষ্ট কতকগুলি আইন-কানুন অনুযায়ী তিনি বিশ্বজগত পরিচালনা করিতেছেন। যখনই মানুষ ঐসব আইন-কানুনের বরখেলাফ করে, তখনই সে নিজেকে বিপদে ফেলে। যেহেতু সকল প্রাকৃতিক আইন-কানুন আল্লাহ্‌তা’লারই সৃষ্ট এবং এইসব আইনের একটি বা অপরটির লঙ্ঘনই মানুষকে কষ্টে ফেলে, কিংবা আল্লাহ্‌তা’লার কোন বিশেষ অভিপ্রায়ে বা হুকুমে কষ্ট উপস্থিত হয়, সেই জন্য বলা হয় যে, এই কষ্ট আল্লাহ্‌র তরফ হইতে আসিয়াছে বা আল্লাহ্‌র হুকুমে আসিয়াছে।