৩০৬১

‘ইয়াওমুত্তাগাবুন’-এর বিভিন্ন অর্থ করা হইয়াছে যেমনঃ (১) লাভ-লোকসানের দিন, যেদিন মো’মেনগণ তাহাদের কি লাভ হইয়াছে তাহা ভালভাবে জানিতে পারিবে এবং কাফেরগণের কি ক্ষতি হইয়াছে তাহাও তাহারা জানিতে পারিবে; (২) ক্ষয়ক্ষতির প্রকাশ-দিবস, ঐ দিন অবিশ্বাসীরা হৃদয়ঙ্গম করিতে পারিবে যে, আল্লাহ্ ও মানবের প্রতি কর্তব্য পালনে তাহাদের কী পরিমাণ ত্রুটি রহিয়াছিল এবং ফলে তাহাদের যে ভীষণ ক্ষতি হইয়াছে, তাহাও তাহারা প্রকাশ্যে দেখিতে পাইবে, (৩) ঐদিন মো’মেনগণ কাফেরদের জ্ঞান-বুদ্ধির অভাব ও প্রজ্ঞাহীনতাকে তাহাদের অস্বীকারের কারণ মনে করিবে, যাহার দরুন তাহারা ঈমানের পরিবর্তে কুফরীকে ভালবাসিয়াছিল (মুফরাদাত)।