আল্লাহ্তা’লা বিশ্ব-জগতের সৃষ্টিকর্তা ও নিয়ন্ত্রক, তাঁহার কাছে কিছুই গুপ্ত-লুপ্ত থাকিতে পারে না অথবা কোন কিছুই তাঁহার দৃষ্টি বা জ্ঞানের বাইরে থাকিতে পারে না। অতএব মানুষের পক্ষে এইরূপ চিন্তা করা একান্তই অবান্তর যে, সে তাহার কৃত-কর্মের ফলাফল এড়াইয়া যাইতে পারিবে।