৩০৫৫

সৃষ্ট-জীব বা সৃষ্ট-বস্তু নিয়মিতভাবে ও সময়মত নিজ নিজ কাজ সম্পাদন করিয়া, নিজেদের সৃষ্টির উদ্দেশ্য পূর্ণ করিতেছে এবং উহার মাধ্যমে ঘোষণা করিতেছে যে, সৃষ্টিকর্তা সকল ক্রুটি-বিচুতি হইতে সম্পূর্ণরূপে মুক্ত। অপূর্ণতা ও অসম্পূর্ণতা কিংবা অপবিত্রতা তাঁহাকে স্পর্শ করিতে পারে না। তিনিই স্রষ্টা, প্রভু ও সর্ব নিয়ন্তা। প্রকৃতপক্ষে, তসবীহ’র তাৎপর্য ইহাই।