মোনাফেক আত্মপ্রত্যয়ী হইতে পারে না। সে সর্বদাই এমন একজনকে খুঁজিয়া বেড়ায় যাহার উপর সে হেলান দিয়া দাঁড়াইতে পারে। অথবা এই আয়াতের অর্থ ইহাও হইতে পারেঃ মোনাফেকের ভিতর-বাহির এক হয় না। সে এমনভাবেই চলাফেরা করে যে, বাহ্যতঃ তাহাকে জ্ঞানী, সম্মানীত ও সৎ বলিয়া মনে হয়, কিন্তু তাহার অভ্যন্তর একেবারে পচা, গলিত ও অপবিত্র। সে তাহার বাক-পটুতা দ্বারা মানুষের মনোরঞ্জন করিতে চায়, কিন্তু ভীরুতার কারণে সে সব কিছুতেই সন্দিগ্ধ থাকে এবং যত্র তত্র বিপদের গন্ধ পাইতে থাকে।