প্রতিশ্রুত মসীহ্ তাঁহার প্রত্যাখ্যানকারী তথাকথিত মুসলমান উলেমাকে মুবাহালায় অবতীর্ণ হওয়ার আহ্বান জানাইবেন। ‘মুবাহালা’ অর্থ প্রার্থনা-যুদ্ধ, যাহার মাধ্যমে আল্লাহ্র প্রতি মিথ্যারোপকারীগণের বিরুদ্ধে ঐশী অভিশাপ কামনা করা হয় এবং এই উপায়ে সত্যবাদী ও মিথ্যবাদীর মধ্যে পার্থক্য নির্ণীত হইয়া যায় (৩ঃ৬২)।