যদি কোন মুসলমান ব্যক্তির স্ত্রী কাফেরদের কাছে চলিয়া যায় এবং এমন হয় যে কোন কাফের স্ত্রীলোক মুসলমানের কাছে যুদ্ধ-বন্দী হিসাবে আসে কিংবা স্বয়ং স্বেচ্ছায় ইসলাম গ্রহণ পূর্বক অবিশ্বাসীদের কাছ হইতে চলিয়া আসে, তাহা হইলে মুসলমান ব্যক্তি স্ত্রীর প্রাপ্য টাকা, অবিশ্বাসী ব্যক্তির স্ত্রীর প্রাপ্য টাকা হইতে কর্তন করা যাইতে পারে, যদি উভয় দিকের মোহারানা সমান-সমান হয়। নতুবা, ঘাটতির ক্ষেত্রে যেটুকু ঘাটতি পড়ে তাহা সম্মিলিতভাবে মুসলমানরা পূরণ করিয়া দিবে কিংবা (কাহারো কাহারো মতে) গণিমতের মাল হইতে তাহা পূরণ করিয়া দিবে। এই ব্যবস্থার প্রয়োজন ছিল। কেননা, কাফেরগণ মো’মেন ব্যক্তির পলাতক স্ত্রীকে বিবাহ করিলেও, তাহাকে (পূর্ব-স্বামীকে) ক্ষতিপূরণ দিতে অস্বীকার করিত।