এই আয়াতে একটি ভবিষ্যদ্বাণী নিহিত আছে। নবী করীম (সাঃ)-এর সাহাবীগণকে (রাঃ) বলা হইয়াছিল যে, সত্যের শক্র হওয়ার কারণে তাহাদের রক্তের সম্পর্কযুক্ত নিকট আত্মীয়গণের সাথেও বন্ধুত্বের সম্পর্ক রাখা নিষিদ্ধ করা হইয়াছে বটে, তবে এই অবস্থা বেশী দিন থাকিবে না। তাহাদের আত্মীয়রা শীঘ্রই সত্যের দিকে আসিবে, এবং পূর্বের শত্রুতা ভুলিয়া গিয়া প্রেমময় বন্ধুতে পরিণত হইবে। পরবর্তী আয়াত হইতে বুঝা যায় যে, এই নিষেধাজ্ঞা কেবল ঐসকল অবিশ্বাসীদের ক্ষেত্রেই প্রযোজ্য যাহারা মুসলমানদের সাথে যুদ্ধে লিপ্ত আছে। সাধারণ অমুসলমানদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা বা স্থাপন করা নিষেধ নহে।