এই আয়াতের তাৎপর্য হইতে পারেঃ যে পাষাণ পৌত্তলিক আরবগণ ইসলামপূর্ব কোন ধর্মের দ্বারাই প্রভাবিত হইল না, বহু-ঈশ্বরে বিশ্বাসী, পৌত্তলিক পূজা-অর্চনায় চির-অভ্যস্ত যে আরবগণ যাযাবর জীবন-পদ্ধতিতে পাহাড়ের মত অটল-অনড় থাকিল, প্রতিবেশী খৃষ্টান-সভ্যতার বিলাসবহুল চাকচিক্যের ক্ষয়কারী প্রভাব যাহাদের জীবনকে স্পর্শ করিতে পারিল না, সেই পাষাণ-হৃদয় আরবগণও ইসলামের অতি মহান ও শক্তিশালী বাণীর সামনে নতি স্বীকার না করিয়া পারিবে না এবং তাহাদের প্রস্তর-হৃদয় হইতে জ্ঞান ও আলোকের প্রস্রবণ চতুর্দিকে বিচ্ছুরিত হইতে থাকিবে।