৩০২০

এখানে বনু নাযীর গোত্রের কয়েকটি খেজুর গাছ কাটার কথা উল্লেখিত হইয়াছে। ৩ আয়াতে বলা হইয়াছে যে, নবী করীম (সাঃ) ইহুদী গোত্রকে বারবার আত্মসমর্পণের আহ্বান জানাইলেও তাহারা তাহা গ্রাহ্য না করিয়া নিজেদেরকে দুর্গের মধ্যে আবদ্ধ রাখিল। বেশ কয়েকদিন অবরোধ করিয়া রাখার পর তাহাদিগকে আত্মসমর্পণে বাধ্য করার জন্য মহানবী (সাঃ) কয়েকটি নিম্ন মানের ফলদায়ী, ‘লীনা’ জাতীয় খেজুর গাছ কাটিয়া ফেলার নির্দেশ দেন (আর রাউযুল উনুফ)। ছয়টি গাছ কাটার পরই তাহারা আত্মসমর্পণ করে (যুরকানী)। মহানবী (সাঃ)-এর এই নির্দেশ ছিল অত্যন্ত লঘু ও অনুকম্পাপুর্ণ, যাহা বর্তমান সভ্যতার যুগে অনুষ্ঠিত যুদ্ধের নীতি ও আইনের সাথে সম্পূর্ণ সঙ্গতিপর্ণ।