৩০১৮

মদীনা ত্যাগের পূর্ব মুহূর্তে, বনু নাযীর গোত্র নিজ হাতে তাহাদের বাড়ী-ঘর, আসবাব-পত্র ও অন্যান্য অস্থাবর সম্পত্তি মুসলমানদের চোখের সামনে ধ্বংস করিল। মহানবী (সাঃ) তাহাদিগকে নিজ ইচ্ছা মাফিক তাহাদের বিষয়-সম্পত্তির বিধি-ব্যবস্থা করিবার জন্য দশ দিনের সময় দিয়াছিলেন। কিন্তু তাহারা অন্য কিছু না করিয়া ধ্বংস করার নীতিই অবলম্বন করিল। এইরূপে, দ্বিতীয় মহাযুদ্ধের সময় রুশীয়দের ‘পোড়া-নীতি’ পন্থা অবলম্বনের বহু শতাব্দী পূর্বেই মদীনার ইহুদীরা এই নীতির গোড়াপত্তন করিয়াছিল।