৩০০৯

বিশ্বাসীদের ইহা বুঝা দরকার যে, মহানবী (সাঃ)-এর প্রতিটি মুহূর্তই মহামূল্যবান। অতএব, তাঁহার কাছে পরামর্শের জন্য যাইবার পূর্বে প্রত্যেকেরই উচিত, তাঁহার সময়ের ক্ষতিপূরণ স্বরূপ কিছু অর্থ দান-খয়রাত করা বাইবেলেও রসূলে পাক (সাঃ)-কে পরামর্শদাতা বলিয়া অভিহিত করা হইয়াছে (যিশাইয়-৯ঃ৬)।