৩০০০

আহলে কিতাব (ইহুদী ও খৃষ্টানগণ) এই কথা তাহাদের মন হইতে সম্পূর্ণ মুছিয়া ফেলুক যে, একমাত্র তাহারাই আল্লাহ্‌তা’লার অনুগ্রহভাজন ও সন্তুষ্টি-পুষ্ট। তাহারা জানিয়া রাখুক যে, আল্লাহ্ তাঁহার অনুগ্রহকে ফিরাইয়া লইয়া এখন অন্য জাতিকে তথা মুসলিম উম্মতকে দান করিয়াছেন।