২৯৯৫

“উহাই তোমাদের সঙ্গী” কথাটি বঙ্গোক্তি বলিয়া মনে হয়। অথবা ইহার অর্থ এই হইতে পারেঃ দোযখের অগ্নি তোমাদের ইহলৌকিক পাপ-কর্মের কলঙ্ক-কালিমা হইতে তোমাদিগকে মুক্ত ও পবিত্র করিয়া তোমাদের আধ্যাত্মিক উন্নতির সহায়ক হইবে এবং এইরূপে দোযখের অগ্নি বন্ধুর কাজ করিবে।