২৯৮৭

ইহার অর্থ এই যে, একমাত্র আল্লাহ্‌তা’লাই জানেন কোন বিশেষ জাতির জন্য কখন কি ধরণের ঐশী শিক্ষার প্রয়োজন এবং ইহা বিকৃত হইয়া গেলে বা ইহার প্রয়োজন ফুরাইয়া গেলে কখন ইহা বাতিল করা আবশ্যক। আর তিনিই জানেন কখন নূতন ‘শিক্ষা’ অবতীর্ণ করা দরকার।