২৯৮০

অবিশ্বাসীরা তাহাদের জীবিকার পথ হইতে বঞ্চিত হইবে, এই ভয়ে সত্য গ্রহণে বিরত থাকে। তাই ঐশী-বাণীকে অস্বীকার করতঃ ঘৃণ্য জীবিকাকে তাহারা অগ্রাধিকার দেয়। এইরূপ অর্থও করা যায়— সত্যকে অস্বীকার করার উপরই যেন অবিশ্বাসীদের জীবন-জীবিকা নির্ভর করে। তাহারা কোনক্রমেই ইহা (সত্য) গ্রহণ করিবে না।