বিধবার জন্য যে, ৪ মাস ১০ দিনের ইদ্দৎ বা অপেক্ষার সময় নির্ধারণ করা হইয়াছে (২ঃ২৩৫) সেই সময়ে স্বামীর বাড়ীতে থাকিবার তাহার পূর্ণ অধিকার রহিয়াছে এবং উক্ত সময়ে তাহার ভরণ-পোষণ করিতে সদ্যমৃত স্বামীর উত্তরাধিকারীরা বাধ্য। তবে, এখানে যে এক বৎসরের ভরণ-পোষণ ও থাকা খাওয়ার কথা বলা হইয়াছে, তাহা ইদ্দতের অতিরিক্ত ব্যাপার, যাহা বিধবার প্রতি অধিক সুবিধা দান বা অনুগ্রহ প্রদর্শন স্বরূপ। এই সুবিধা দান অবশ্য কর্তব্য বা বাধ্যতামূলক নহে।