২৯৭৭

এই আয়াতটি ‘নুজুমের’ (নুজুম অর্থ কুরআনের কিয়দংশ—লেইন) দোহাই দিয়া এবং নুজুমকে সাক্ষীরূপে পেশ করিয়া দাবী করিতেছে যে, একমাত্র কুরআনই মানব-সৃষ্টির উচ্চতম উদ্দেশ্যাবলী পূর্ণ করিতে পারে এবং ঐশী-উৎস হইতেই যে ইহার অবতরণ হইয়াছে তাহাও প্রমাণ করিতে পারে। ‘মাওয়াকিই’র অর্থ যদি ‘উল্কা-পাতের সময় ও স্থান’ ধরা হয়, তাহা হইলে আয়াতটির অর্থ দাঁড়াইবে, আল্লাহ্‌তা’লার চিরাচরিত নিয়ম ইহাই যে, যখন কোন মহান সংস্কারক বা নবীর আগমনের সময় হয়, তখন অস্বাভাবিক পরিমাণে উল্কা-পাত ঘটিয়া থাকে এবং মহানবী (সাঃ)-এর সময়ও এইরূপই ঘটিয়াছিল।