আল্লাহ্র আদেশাবলীর মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ হইল পাঁচবার নামায। যে পর্যন্ত একজন মুসলমান জ্ঞানসম্পন্ন থাকে, অজ্ঞান বা পাগল না হয়, সে পর্যন্ত সে কোনও অবস্থাতেই নামায আদায় করার ব্যাপারে অবহেলা করিতে পারে না। এমনকি যে ব্যক্তি জীবন-বিপন্ন অবস্থায় চলিতেছে, তাহারও নামায পড়িতে হইবে, ঘোড়ার উপর চলন্ত অবস্থায় বা পদব্রজে চলা অবস্থায়, কিংবা দৌড়াইতে থাকা অবস্থায় নামায পড়িতে হইবে। দাঁড়াইতে না পারিলে বসা অবস্থায়, বসিতে না পারিলে শোয়া অবস্থায় নামায পড়িতে হইবে।