২৯৬২

সেই সব সৌভাগ্যশালী মো’মেন যাহারা আল্লাহ্‌তা’লার খাস নৈকট্য লাভ করিবে এবং যাহাদের কথা এই সূরার ১১-২৭ আয়াতগুলিতে বর্ণিত হইয়াছে তাহারা হইলেন ‘আস্ সাবিকুন’ অগ্রগামী বা প্রথম শ্রেণীর মো’মেন। এই ‘সাবিকুন’কে যে সকল মহামূল্য ঐশী দানে ভূষিত করা হইবে বলিয়া এই সূরার আলোচ্য আয়াতগুলিতে বর্ণিত হইয়াছে, সেগুলি সূরা ‘আর রাহমানের’ ৪৭-৬২ আয়াতে বর্ণিত ঐশী দানের অনুরূপ। ইহা হইতে বুঝা যায় যে, সূরা ‘আর রাহমানের’ ৪৭-৬২ আয়াতে উল্লেখকৃত বিশ্বাসীগণ প্রথম শ্রেণীর বা ‘আস্ সাবিকুন’ সারিরই অন্তর্ভুক্ত।