মানুষের দ্বারা স্পষ্ট হওয়া তো দূরের কথা, তাহাদের হদয়ে কোন কুচিন্তাও প্রবেশাধিকার পায় নাই। জিন্ন্ শব্দের একটি অর্থ ইহাও হইতে পারে, ঐ সকল অদৃশ্যমান জিনিষ যাহা মনের কুপ্রবৃত্তিকে জাগাইয়া তোলে। এখানে আবার এই কথার পুনরাবৃত্তি করা প্রয়োজন যে, ইসলামের ধ্যাণ-ধারণা মতে বেহেশ্তের নেয়ামতসমূহ ইহলোকের বৈধ আনন্দসমূহের সহিত সাদৃশ্যপূর্ণ হইবে। বেহেশ্তেও প্রাসাদ, অট্টালিকা, বাগান, নদ-নদী, ঝর্ণা প্রবাহ, রক্ষরাজি, ফল-ফুল, স্ত্রী-পুত্র, বন্ধু-বান্ধব ইত্যাদি থাকিবে, তবে ইহজগতের বস্তু-নিচয় হইতে ঐগুলির প্রকৃতি হইবে ভিন্ন। বাস্তবিক পক্ষে, ঐগুলি হইবে ধার্মিকগণের ইহলোকে সম্পাদিত সৎকর্মসমূহের আধ্যাত্মিক প্রকাশ।