‘মুক্ত প্রবহমান দুইটি স্রোতস্বিনী’ অর্থে, ‘হুকূকুল্লাহ্’ (আল্লাহ্র প্রতি কর্তব্য) ও ‘হুকূকুল ইবাদ’ (মানবের প্রতি কর্তব্য) এই দুই কর্তব্য সুষ্ঠুভাবে সম্পাদনের আধ্যাত্মিক প্রতিচ্ছবিকে বুঝাইয়া থাকিবে। এই দুইটি শুভ কর্ম পরকালে দুইটি প্রবহমান ঝর্ণরূপে বিশ্বাসীদের আনন্দ বর্ধন করিবে। যেহেতু সত্যিকারের বিশ্বাসী ব্যক্তি এই দুইটি কর্তব্যকে সর্বদা অবিরাম সম্পাদন করিয়া যান, সেই হেতু, ঐ দুইটি ঝর্ণাকেও অবিরাম বহমান বলিয়া বর্ণনা করা হইয়াছে।