২৯৩৮

পূর্ববর্তী কয়েকটি আয়াত আলোচ্য আয়াতের সহিত মিলিত হইয়া, ঐ সময়ে মানুষের অস্বস্তিকর অবস্থার চিত্র তুলিয়া ধরিয়াছে, যখন পূর্ব্বোল্লিখিত দুই পরাশক্তি পরস্পরের বিরুদ্ধে দণ্ডায়মান হইবে এবং আণবিক যুদ্ধ-ভীতি মানুষের মাথার উপরে শানিত তরবারির মত ঝুলিবে। বর্তমান কালের আন্তর্জাতিক জোট বাধার ও মানসিক দুশ্চিন্তার পরিণামে নজিরবিহীন এক মহাযুদ্ধ সংঘটিত হইবে যাহার ব্যাপক ধ্বংসলীলা হইতে কেহই রক্ষা পাইবে না। যুদ্ধতো কার্যতঃ দোযখ-তুল্য হইবে, কিন্তু ইহার জন্য যে প্রস্ততি চলিতেছে, তাহাতেই মানব বিভিন্ন ধরণের স্থায়ী যন্ত্রণার মধ্যে বসবাস করিতেছে। এক ধরণের যন্ত্রণা দূরীভূত না হইতেই অন্যান্য ধরণের যন্ত্রণা আসিয়া উপস্থিত হইতেছে।