২৯৩৭

দোষীগণের অপকর্ম্মের ছবি তাহাদের চোখে-মুখেই ফুটিয়া উঠিবে, তাহারা ঐ সব পাপকর্ম্ম করিয়াছে, কি করে নাই, এইরূপ প্রশ্নের কোনই প্রয়োজন হইবে না। কুরআনের অন্যত্র (৮১ঃ২১) বলা হইয়াছে, অবিশ্বাসীদের শারীরিক অঙ্গ-প্রত্যঙ্গ তাহাদের বিরুদ্ধে সাক্ষ্য দান করিবে।