আশ্চর্যের বিষয় মণি, মুক্তা ও প্রবাল উভয় বস্তুই সুয়েজ খাল ও পানামা খাল দ্বারা সংযুক্ত সমুদ্র হইতে পাওয়া যায়। এস্থলে মণি, মুক্তা ও প্রবালের উল্লেখ করিয়া সেই সব সমুদ্রকে চিহ্নিত করা হইয়াছে যেইগুলি ভবিষ্যতে সংযুক্ত হওয়ার কথা বলা হইয়াছে। প্রকাশ থাকে যে, সব সমুদ্রে মণি, মুক্তা ও প্রবাল উৎপন্ন হয় না।