২৯২৬

পৃথিবীর প্রত্যেকটি স্থান অপর স্থানের পূর্ব বা পশ্চিমে হইবে, প্রত্যেক স্থান অপর স্থানগুলির তুলনায় পূর্ব ও পশ্চিম। এই ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়টিকেই দুই পূর্ব ও দুই পশ্চিম বলা হইয়াছে। তদুপরি, পৃথিবীর আকৃতি গোল হওয়ায়, পূর্ব গোলার্ধের পূর্বদিক পশ্চিম গোলার্ধের পশ্চিম, এবং পশ্চিম গোলার্ধের পশ্চিম পূর্ব গোলার্ধের পূর্বদিক হইয়া যায়। এইভাবেও দুই পূর্ব ও দুই পশ্চিম আছে। আধুনিক কালের রাজনৈতিক ভাষাতেও দুই পূর্ব, দুই পশ্চিম সুবিদিত, যথা মধ্য প্রাচ্য ও দূরপ্রাচ্য এবং দুই পশ্চিম ইউরোপ ও আমেরিকা। এই আয়াতটি এই কথার প্রতি ইশারা করিতেছে যে, আল্লাহ্‌ই সমগ্র বিশ্বের অধিপতি, তাই কুরআনের আলো পূর্ব গোলার্ধেই সীমাবদ্ধ থাকিবে না, তাহা পশ্চিম গোলার্ধকেও আলোকিত করিবে। “পৃথিবী তাহার প্রতিপালকের জোতিতে উজ্জ্বল হইয়া উঠিবে” (৩৯ঃ৭০)।